বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জ পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জ পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ 

জামালপুরের বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার কার্যালয়ে ৯টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর।

৯ টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে চেক হস্তান্তরকালে পৌরসভার হিসাব রক্ষক মো. আশরাফ হোসেন, উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, তারিফ সিদ্দিকী, অজয় কুমার দে, মিন্টু সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন করতে পৌরসভার পক্ষ থেকে এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে।
পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে প্রত্যেকটি মণ্ডপে সিসি টিভি স্থাপন করা হয়েছে।  

টিএইচ